বগুড়ায় স্ত্রীকে হত্যা করায় মোঃ বুদু মন্ডল নামে এক ব্যক্তির যাবজ্জীবন করাদন্ডাদেশ হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ(১) হাবিবা মন্ডল সোমবার এই মামলার দন্ডাদেশ ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে অরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
মামলা সুত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার উলখার গ্রামের রিক্সা চালক বুদু মন্ডলের সঙ্গে একই গ্রামের আফেলা বেগমের বিয়ে হয়। এইদম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি সকালে ঘরে বিছানার ওপর আফেলার লাশ পাওয়া যায়। তার গলায় দাগ ছিলো। শ^াসরোধ করে তাকে হত্যা করা হয়। এঘটনায় গৃহবধু আফেলার ভাই আমির আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত হিসাবে বদু মন্ডলকে গ্রেফতার করলে সে স্ত্রীকে শ^াসরোধ করে হত্যার কথা উল্লেখ করে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়। তদন্তকারী কর্মকর্তা একই বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত স্বাক্ষ্য প্রমান শেষে সোমবার রায় ঘোষণা করেন।