ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ১০:১০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পস্থবক অর্পন করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার সহ জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।