ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারারের যোগদান

এস এম সাব্বির | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ১০:১০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) পূর্বাহ্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগদানের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. আশরাফ উদ্দিন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ