ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

বানিয়াচংয়ে সরকারি খাস ভূমি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ ০২:৩৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাস ভূমি উদ্ধারে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।

অভিযানে উপজেলা সদরের বড়বাজারের সিএনজি স্টেশনের বিপরীতে মধ্যেখানে সরকারি রাস্তা অর্থাৎ বানিয়াচং-হবিগঞ্জের প্রধান রাস্তার (১০০২ দাগ)  দক্ষিন পাশে ১০০৩ দাগে ৫৩ শতাংশ জায়গা যা সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ায় সেই ভূমি উদ্ধারে অভিযান চালানো হয়। পরে এই জায়গার ডিমারকেশন করে এবং দখলদারদেরকে দ্রæত খাসভূমি থেকে সড়ে যেতে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, সরকারি ভুমি উদ্ধারে কোনো ব্যক্তিকেই ছাড় দেয়া হবে না। কয়েকজন স্বার্থান্বেষী লোকের দখলে থাকা সরকারি এসব খাস ভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরকারি এ জায়গায় কেউ পুনরায় অবৈধভাবে দখল করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পর্যায়ক্রমে খাসভূমি উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।