আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি শহীদমিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি, বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা,পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বাংলাদেশ আওয়ামীলীগ,বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা, জাতীয় শ্রমিকলীগ, সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ও বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জন সাধারণ।
এসময় সকলের কণ্ঠে ধ্বনিত হয় আব্দুল গাফফার চৌধুরীর কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
এদিকে দিনব্যাপি নানা কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালিত হচ্ছে অমর একুশ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই মাতৃভাষা শুদ্ধভাবে উচ্চারণ, লিখতে, বলতে এবং জ্ঞান চর্চা করতে হবে।