বান্দরবানে ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, আজ রোববার ১৯শে ফেব্রুয়ারি দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে।
অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে বান্দরবানে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা: মো.আলমগীর,ডা: সালাউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, স্বাস্থ্য পরিদর্শক দােলন দাশ, স্যানিটারী পরিদর্শক মিথুন বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী জানান, দীর্ঘমেয়াদি বান্দরবানে ৭৩ হাজার ২২৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন আরো OUR time কে জানান, এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৬৯ মাস বয়সী ৫৯ হাজার ৭৭৫ জন শিশুকে ১ টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা: নীহার রঞ্জন নন্দীর আরও বলেন বান্দরবানে ৭৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। প্রশাসনে বিভিন্ন শাখা প্রতিনিধি তবু জনগণ যদিও আগামীদিনে প্রোগ্রামে যেতে হয় দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আসলে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ।
বিশ্বকে টাকা লাগিয়ে দিয়েছে যে বাংলাদেশের ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন চেনার জন্য এরকম উৎসব হতে পারে
এটা আমাদের সরকারের বিশাল বড় প্রোগ্রাম।
যে সকল শিশুর ঘরবাড়ি নেই, তাদেরকেও অবশ্যই খুঁজে এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে।