ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে পৃথক দোয়া-মাহফিল অনুষ্ঠিত

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২ সেপ্টেম্বর ২০২৪ ০২:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে নানা কর্মসূচির মদধ্যদিয়ে পৃথক মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় কর্মসূচির মধ্যে সম্প্রতি বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্টাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান-এর রুহের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা বিএনপি'র এক অংশ রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ইং, জেলা শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদে জোহরের নামাজের পরে মিলাদ ও দোয়া-মাহফিল আয়োজন করে। এসময় মিলাদ ও দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সদস্য মাহবুব ইজদানী ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে মৌলভীবাজার জেলা বিএনপি'র আরেকটি অংশ (০১ সেপ্টেম্বর ২০২৪ইং) পশ্চিমবাজার জামে মসজিদে জোহরের নামাজের পরে মিলাদ ও দোয়া-মাহফিল আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ-সভাপতি আশিক মোসাররফ, জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেজিবুর রহমান মজনু, কৃষক দলের আহ্বায়ক শামিম আহমদ, উলামা দলের কাজী আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুর রহমান, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমদ, বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার আহমদ ইমন, প্রচার সম্পাদক রেজাউল করিম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মসজিদ প্রাঙ্গনে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও পৃথক মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, উলামা দল, স্বেচ্ছসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল-সহ থানা পৌর বিএনপি'র ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।