বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ছাত্র উপদেষ্টা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ডক্টর নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ডিনস' কমিটি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, প্রতিটা বিভাগ একজন করে ছাত্র উপদেষ্টা থাকতে হবে। ছাত্রদের কোন ধরনের অসুবিধা অথবা কেউ কোনো কারণে পরীক্ষা মিস করেছে কি না তার সমস্যা গুলো বিভাগের ছাত্র উপদেষ্টাকে দেখতে হবে।
তিনি আরো বলেন, "প্রতিটা অনুষদের ডীনকে তার অনুষদের সকল বিভাগ সম্পর্কে জানতে হবে। প্রতিমাসেই একাডেমিক মিটিং করতে হবে। একজন বিভাগের সভাপতি হিসেবে আপনি সবার কথা শুনবেন, ছাত্রদের কথা শুনবেন। ওদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তারা যদি অযৌক্তিক কোন দাবি নিয়ে আসে দূরে ঠেলে দেবেন না। ইবিকে যদি উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হয় তাহলে ছাত্রদের বিশ্বের লেটেস্ট আর্টিকেলগুলো পড়াতে হবে এবং তাদেরকে টপ লেভেলের আপডেটগুলো শেয়ার করতে হবে। আমি বলছি, বাংলাবাজারের কোন বই নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ক্লাস রুমে যাতে না ঢুকে সেটা নিশ্চিত করতে। কোনো শিক্ষক ক্লাস রুমে নিউজপ্রিন্টের বই নিয়ে ঢুকবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিভাগ ও অনুষদের অধীনে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। ডিপার্টমেন্টের জুনিয়র শিক্ষকরা গবেষণা করবে আর সিনিয়ররা কোর্সের ক্লাস নিবে। বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠারও ঘোষণা দেন তিনি।"
এসময় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অনুষদের ডিন ও সভাপতিবৃন্দ।
এসময় অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক এবং অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা, বই ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ