ঢাকা, বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

থাইল্যান্ডে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে, ভারতে কমেছে

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:০৪:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের খরচের ধারা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডে মোট ৪৯৮.৯ কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে নজরকাড়া পরিবর্তন এসেছে দ্বিতীয় অবস্থানে। আগে যেখানে ভারত ছিল দ্বিতীয় স্থানে, সেখানে এখন উঠে এসেছে থাইল্যান্ড।

অক্টোবরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৮৪ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় ৭ কোটি টাকা বা প্রায় ৮ শতাংশ বেশি। অন্যদিকে, থাইল্যান্ডে খরচ বেড়েছে আরও দ্রুত। সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিদের খরচ ছিল ৪২ কোটি টাকা, যা অক্টোবরে বেড়ে হয়েছে ৫৭ কোটি টাকা। ফলে মোট খরচের ১১.৪২ শতাংশের জন্য থাইল্যান্ড এখন দ্বিতীয় স্থানে।

ভারতে খরচ কমে তৃতীয় স্থানে নেমে এসেছে। সেপ্টেম্বরে যেখানে ভারতে ক্রেডিট কার্ড খরচ ছিল ১২.৮ শতাংশ, অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ১০.৭৮ শতাংশে।

চতুর্থ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। বাংলাদেশিরা সেখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে উল্লেখযোগ্য খরচ বৃদ্ধি করেছেন।

যুক্তরাজ্য, মালয়েশিয়া, কানাডা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার লক্ষণীয়।

বাংলাদেশের ভেতরেও ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। অক্টোবরে অভ্যন্তরীণ লেনদেন ছিল ২,৮৬৬ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ২,৬৬৯ কোটি টাকা।

অক্টোবরে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ১২৯ কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে ৪৭ কোটি টাকা নগদ উত্তোলন।

বিশ্বব্যাপী ব্যবহৃত কার্ডগুলোর মধ্যে ভিসা কার্ড সবচেয়ে জনপ্রিয়, এরপর মাস্টারকার্ড, ইউনিপে ও অ্যামেক্স।

বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের এই প্রবণতা বাংলাদেশিদের ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় খরচের একটি প্রতিফলন। তবে ভারত থেকে থাইল্যান্ডের মতো গন্তব্যে খরচের পরিবর্তন ভবিষ্যতে আরও নতুন গন্তব্যগুলোতে বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আগ্রহের দিক নির্দেশনা দিতে পারে।

 

বায়ান্ন/এএস