সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিদেশে সু-চিকিৎসার দাবি ও মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির সিলেট বিভাগীয় প্রতিবাদ সমাবেশ সফল করতে সিলেট নগরীতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ সভা রবিবার রাতে নগরীতে একটি হলে অনুষ্টিত হয়।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশকে অনেক কিছু দিয়েছেন। যা বলে শেষ করার মত নয়। তাঁর জীবনের এ মুহূর্তে বিদেশে চিকিৎসা জন্য সরকারকে চাপ সৃষ্টি করতে আন্দোলনের কোন বিকল্প নেই।
জেলা ছাত্রদলের সহসভাপতি আহমেদ ফেরদৌছ সাকেরের সভাপতিত্বে ও সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আখতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, যুবদল নেতা রফিক আহমদ, কানাইঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক আহমদ, কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আর এ বাবলু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এস রহমান সায়েফ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুহ ইবনে ইলিয়াস, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, মারুফ সিদ্দিকী, জয়নাল আহমদ,শাহিন আহমদ, জেলা ছাত্রদলের জয়নাল আবেদিন, শাহেদ আহমদ, শিবলী আহমদ ও ফয়ছল আহমদ প্রমুখ।
বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নিজ নিজ ইউনিটের নেতাকর্মীদের নিয়ে আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১১টার ভেতরে বিআরটিএ অফিস ভবনের নিচে থাকার জন্য আহবান জানানো হয়েছে।