ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

বিশাল মোটর সাইকেল বহর নিয়ে সিলেট গণ সমাবেশে গেলেন ফারুক আহমদ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ ০৭:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৯ নভেম্বর শনিবার সিলেট বিভাগীয় গণ সমাবেশে যোগ দিতে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাদিক নেতাকর্মী মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে গণসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন আল ফেরদৌস কমিউনিটি সেন্টারের সামন থেকে সকল নেতৃবৃন্দ একসাথে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে গণ সমাবেশে যাওয়ার পূর্ব মূহুর্তে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমেদ বলেন, আমরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দকে সাথে মোটর সাইকেল যোগে গণ সমাবেশে যোগ দানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচী অনুযায়ী একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন,বর্তমান দ্রব্য মূল্যের দাম কমানো, বিএনপির নেতৃবৃন্দের উপর মিথ্যা মামল খুন গুম,পুলিশী হয়রানী বন্দ সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া,আগামী রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আমাদের এই সমাবেশ। তিনি আরও বলেন,দেশের জনগণের গণতন্ত্র উদ্ধার ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে রাজপথে আমাদের সমাবেশ চলছে, চলবে এই অবৈধ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, উপজেলা বিএনপির  ফখর উদ্দীন কনুশাহ, আবুল কালাম, জিয়াউর রহমান, ডাঃ নজরুল ইসলাম, মোশাহিদ মিয়া,আলী হোসেন, তানিম আহমদ সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলের সহস্রাদিক নেতা কর্মী প্রমূখ।