![](https://dainikbayanno.com/storage/screenshot-20250212-205729.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) মঙ্গলবার রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) কনস্টেবল মোঃ শাখাওয়াত
হোসেন (২৯) ও কনস্টেবল মোঃ সোহরাব হোসেন (৩০)।
জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, তাদের বাসা থেকে অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ী ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মোঃ সোহেল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমাদের দুই পুলিশ সদস্যের বাসায় অবৈধভাবে গোলাবারুদ আছে। পরে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সেখানে অভিযান চালিয়ে কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বায়ান্ন/এসএ