ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী ২০২২ ০৭:৪০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
হত্যা মামলার আসামী হিসেবে কারান্তরীন ছিলেন আকমল হোসেন (২৮)। আদালতে বিচারাধীন মালার আসামী আকমল এক বছরেরও অধিক সময় ধরে কারান্তরীণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। শেষতক কারাগারেই মৃত্যু ঘটলো তার। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত কারা সূত্র নিশ্চিত করেন।
 
 
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হাজতি আকমল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের আব্দুল খালেকের পুত্র। নবীনগর উপজেলা এলাকার একটি হত্যা মামলার আসামী হিসেবে কারান্তরীণ ছিলেন আকমল।
 
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি হত্যা মামলায় ২০২০ সালের ১২ ডিসেম্বর থেকে আকমল হোসেন নামের ওই হাজতি কারাগারে ছিলেন। মামলাটি এখনও আদালতে বিচারাধীন আছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন আকমল। পরে তাকে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক উল্লেখ করেছেন চিকিৎসক।'