ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

ভাতৃঘাতি সংঘাত বন্ধ করো- সন্তু লারমা'র প্রতি আহ্বান

মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) | প্রকাশের সময় : শনিবার ১৮ মার্চ ২০২৩ ০৪:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
খাগড়াছড়ির পানছড়িতে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটি।
 
শনিবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ নিয়ে লোগাং ইউপি'র বাবুরা পাড়া এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লোগাং উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান গ্রহন করে।
 
এসময় সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, সাবেক চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজাসহ অন্যান্যরা।
 
বক্তারা বলেন, বৈসাবি (বৈসু, সাংগ্রাই, বিজু) উপলক্ষে পাহাড়ের মানুষকে আতংকে রেখে ফায়দা লুটতে চেষ্টা করছে সন্তু লারমা'র বাহিনী।আর এতো সংঘাত নয়, সন্তু লারমা'র প্রতি আহ্বান তিনি যেন ভাতৃঘাতি সংঘাত বন্ধ করেন।
এছাড়াও বক্তারা আরো বলেন, আমাদের জুম্ম জাতির অধিকার রক্ষায় আমাদের প্রতিবাদ করতে হবে। আর কারো মা-বাবা, ভাই-বোন যেন না হারায় সে আশা রাখছি। আমরা কোনো পক্ষের নই। তাই অধিকার আদায়ে সকলে হাতে হাত রেখে কাজ করবো। এর বিনিময়ে যদি জীবনও চলে যায়, আমরা প্রস্তুত।