ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ভুটানের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০১:৩৭:০০ অপরাহ্ন | জাতীয়

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপার্সনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিএনপি মহাসচিব ভুটানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করা বিএনপির অন্যতম অঙ্গীকার। রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বিএনপির নেতাদের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তার আগ্রহের কথা জানান।

সাক্ষাৎটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

বায়ান্ন/এএস