ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

ভোর রাতে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন মৌলভীবাজারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ জানুয়ারী ২০২৪ ১০:৪৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

ভোর রাতে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন মৌলভীবাজারে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রডবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট ৪৩-৫৪) খাদে পড়ে গেছে। এতে পুরো সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি ২০২৪ইং, রাত পৌনে ৪টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে  একদিকে সড়কে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন ছিলো। সে কারণে ট্রাক চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় রডবাহী ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটির সামনে অংশ পল্লী বিদ্যুৎের খুঁটির সাথে ধাক্কা লেগে খুঁটিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রডবাহী ট্রাকচালক মোঃ রমজান মিয়া বলেন, তিনি রড নিয়ে চট্টগ্রাম থেকে ট্রাক চালিয়ে আসছিলেন। যাবেন বড়লেখায়। তাঁর দাবি চলন্ত অবস্থায় হটাৎ গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ রাখা যায়নি।

ঘটনাস্থলে পুলিশের ট্রাফিক বিভাগের সার্জন বায়েজিদ আহমদ সঙ্গে কথা হয়। তিনি বলেন, এ ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হয়, আমরা সড়কটি ক্লিয়ারের চেষ্টা করছি এবং থানা পুলিশকে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়েছি বলে তিনি জানান।