ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

মাধবপুরের ১১ ইউনিয়নের ৯টিতে নৌকার পরাজয়

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ১২:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মাধবপুরের ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটা শান্তি পূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার। মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের ২টিতে নৌকা, ৩টিতে নৌকার বিদ্রোহী ও ৬টিতে স্বতন্ত্র মোড়কে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- ১নং ধর্মঘর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ পারুল (আনারস), ২নং চৌমুহনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া), ৩নং বহরা ইউনিয়নে আওয়ামী লীগের মো: আলাউদ্দিন (নৌকা), ৪নং আদাঐর ইউনিয়নে বিএনপি নেতা খোরশেদ আলম (চশমা), ৫নং আন্দিউড়া ইউনিয়নে আওয়ামী লীগের আতিকুর রহমান আতিক (নৌকা), ৬নং শাহজাহানপুর ইউনিয়নে নিয়ে বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরী (চশমা), ৭নং জগদীশপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান (সিএনজি অটোরিকশা), ৮নং বুল্লা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মিজানুর রহমান মিজান (আনারস), ৯নং নোয়াপাড়া ইউনিয়নে বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল (আনারস), ১০নং ছাতিয়াইন ইউনিয়নে বিএনপি নেতা মিনহাজ উদ্দিন কাসেদ (ঘোড়া) ও ১১নং বাঘাসুরা ইউনিয়নে নিয়ে শাহাবুদ্দীন আহমদ (ঘোড়া) বিজয়ী হয়েছে।