হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক জনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে তাদের আটক করে।
সকালে পুলিশ সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদ ভিত্তিতে এই অভিযান চালায়।
অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের পুত্র রবি প্রধান (২৫), রবি মুন্ডার পুত্র প্রদীপ মুন্ডা (২২) ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান (২৬) কে আটক করে।
মাধবপুর থানার ওসি তদন্ত মো: গোলাম কিবরিয়া হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।