বঙ্গবন্ধু শিল্পনগর থেকে চুরি হওয়া ৬২ টি পাইপ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ইছাখালী ইউনায়নের কোম্পানীনগর মৌজার মুক্তিযোদ্ধা প্রকল্পের পাশে লিটন চৌধুরীর জায়গা থেকে এসব পাইপ উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসে।
জানা গেছে, বঙ্গবন্ধু শিল্পনগরে ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারী ও সাপ্লায়াস প্রতিষ্ঠান পায়েল এন্ড পাবেল এন্টারপ্রাইজের বালু উত্তোলনের কাজে ব্যবহত পাইপগুলো গত মঙ্গলবার রাতের আঁধারে ট্রাক যোগে নিয়ে যায়। এরমধ্যে ৩৮ টি প্লাস্টিক, ১৮টি লোহার পাইপ ও ৬ টি রাবারের পাইপ রয়েছে।
আকবর নামে এক ব্যক্তির নির্দেশে পাইপগুলো চুরি করে নিয়ে যায়। উদ্ধারকৃত পাইপের মূল্য প্রায় ১০ লাখ টাকা। পাইপ চুরির বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক ( এস আই) মোঃ সৈয়দ জানান, বঙ্গবন্ধু শিল্পনগর থেকে পায়েল এন্ড পাবেল এন্টারপ্রাইজ এর চুরি হওয়া ৬২ টি পাইপ ইছাখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রকল্পের পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা হলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।