ঢাকা, শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

মে’র শেষদিকে বিলবোর্ড এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা দিয়েছে সরকার

সাদেক আলী | প্রকাশের সময় : শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:৩০:০০ অপরাহ্ন | জাতীয়

সরকার আগামী মে মাসের শেষদিকে বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা দিয়েছে। এর আগে চলতি ফেব্রুয়ারী’র মাঝামাঝি সময়ে ৩ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের নির্বাচনী আপিলাত বোর্ড গঠন করে নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে। বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের বর্তমান প্রশাসক ও বাণিজ্য মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারী ডঃ শাহাদত হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার স্থানীয় এক হোটেলে আয়োজিত মতবিনিময় সভা থেকে বিলবোর্ড এসোসিয়েশনের নির্বাচন সংক্রান্ত এ ঘোষনা দেন। ‘সভায় সারাদেশ থেকে’ শতাধিক বিলবোর্ড ব্যবসায়ী অংশগ্রহন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির (২০২২-২০২৩) সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন খান এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে সংগঠনের নির্বাহী কর্মকান্ড পরিচালনায় স্বেচ্ছাচারিতা, ব্যাপক অনিয়ম এবং দূর্নীতির তদন্ত চেয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সময় বাণিজ্য সংগঠনের পক্ষ থেকে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টে সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আনীত স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং দূর্নীতির অভিযোগের সত্যতা উঠে আসায় সরকার ২০২৪ সালের ৮ এপ্রিল বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করে। এরমধ্যে দুই দফা প্রশাসক পরিবর্তনের পর বর্তমান প্রশাসক ডঃ শাহাদত হোসেন গতকাল মতবিনিময় সভা শেষে আগামী মে মাসের শেষদিকে বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষনা দিলে বিলবোর্ড ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।