সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাইয়ের শ্রীরামপুর রাসেল মিয়ার বাড়ির আশপাশ থেকে আড়াই বছরের শিশু শাহীন নিখোঁজ হয়েছে।
এই বিষয়ে মোগলাবাজার থানায় শিশুর পিতা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা, পলক এলাকার মৃত মছদ্দর আলী পুত্র বর্তমানে রাসেল মিয়া বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেন একটি সাধারণ ডায়েরী করেন।
আবুল হোসেন সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, আমি ও আমার স্ত্রী প্রত্যেক দিনের মত গত ৪ জানুয়ারী কাজে চলে যাই। কাজ থেকে ফিরে বিকেল আনুমানিক ৪টায় ছেলেকে দেখতে না পেয়ে আশপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করি। সে নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলে বাদামী রঙ্গের টি-শার্ট, ফুল প্যান্ট, উচ্চতা ২ফুট, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্যবান, সে সুনামগঞ্জের আঞ্চলিক ভাষা কথা বলে।
যদি কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পান পাশবর্তী থানায় অথবা ০১৭৩২৯১৬১০৫, ০১৭২৬০৭৯৪৩৪, ০১৭২৫১৩২০৩৬ এই নাম্বার যোগাযোগ করতে পারেন।