ঢাকা, শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

মৌলভীবাজার সমিতি সিলেট’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ ০৭:২৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সামাজিক বন্ধন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়, সমাজের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। কল্যাণমুখী কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা ২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি মৌলভীবাজার সমিতির বিগত দিনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই সমিতি মানব কল্যাণে আগামীতে আরো ব্যাপক অবদান রাখবে। সকলের প্রচেষ্টায় সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে সমিতির প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ শক্তি হিসেবে কাজ করবে এটা আমার বিশ্বাস। তিনি সমিতির স্থায়ী কার্যালয় সহ সকল উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর যৌথ পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন- সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, এডভোকেট আব্দুল খালিক, জামিল আহমদ চৌধুরী, এম. এ গনি, এম এ মতিন, আই আই সিটি অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বনমালী ভৌমিক।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন।

সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী। আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. মফিক আলী।

সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ডা. মামুন পারভেজ, সমিতির সহসভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, রুস্তুম খান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জীবন সদস্য ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, ডা. মখলিছুর রহমান, ড. মো. আবু তাহের, ড. মো. নূর উদ্দিন আহমদ, এম. এ মতিন, কাজী আব্দুল জলিল খান প্রমুখ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির জীবন সদস্য মাওলানা ক্বারী শামছুল ইসলাম আল হাদী।

পবিত্র গীতা পাঠ করেন সমিতির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী। অনুষ্ঠানে সমিতির ২০২২ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।