ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আনোয়ারা ( চট্টগ্রাম)প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ ০৮:০৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
 
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 
 রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
 
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ ইসতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন , কৃষি কর্মকর্তা রমজান আলী ও মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এছাড়াও প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পর পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শ্রমিক লীগের , যুবলীগসহ সর্বস্তরের মানুষ। 
 
এদিকে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র ্যালী , দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।