ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

যদু মধু রাম সাম নিয়ে তথ্য দিয়ে নেতাকে বিভ্রান্ত করা যাবেনাঃ এমরুল করিম রাশেদ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৬ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৪০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২৫ ফেব্রুয়ারী৷ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। বিশেষ  অতিথির বক্তব্য তিনি বলেন আমাদের সাংসদ ডক্টর হাছান মাহমুদ ২০০৮ সাল থেকে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু করেছে তার সুফল বর্তমানে ভোগ করছে রাঙ্গুনিয়া বাসী। এই উন্নয়ন অগ্রযাত্রা ধারাবাহিকতা ঠিক রাখতে আমাদের তৃনমূলে সঠিক নেতা নির্ধারন করতে হবে। যারা নেতার কাছে গিয়ে সঠিক তথ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা বিরাজমান রাখবে। যদি আমরা যদু মধু রাম সামদের ব্যাপারে তথ্য দিই তাহলে আমাদের নেতা বিভ্রান্ত হবে এতে করে সুবিধাবাদীরা পদে আসবে। সুবিধাবাদীরা পদে আসলে উন্নয়ন অগ্রযাত্রা থমকে যাবে। তাই আমাদের নেতার নিকট সঠিক তথ্য পৌছাতে হবে৷ নেতাকে বিভ্রান্ত করা যাবে না। নুরুল আবছার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বেতাগী ইউনিয়নের বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। উদ্বোধক ছিলের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী কুতুবউদ্দিন হারুনী। 

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইছহাক তালুকদারের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যতে রাঙ্গুনিয়াতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে আনেন।। সে সাথে ডক্টর হাছান মাহমুদ এমপি নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃনমূলে নেতা নির্বাচন করতে নেতাদের সঠিক তথ্য দেওয়ার উদাত্ত আহ্বান জানান।