ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়া থেকে দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি পাবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৭:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

বাংলাদেশকে দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি দেয়ার আশ্বাস দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা বলেন আব্দুল মোমেন।

এর আগে রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

 বৈঠক প্রসঙ্গে ড. একে আব্দুল মোমেন বলেন, আমাদের ইস্যু ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আপনারা জেনে খুশি হবেন এটা সময়মতো চালু হবে। আর বাংলাদেশকে দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি দেবে রাশিয়া। এমন আশ্বাস পাওয়া গেছে।

এছাড়া রাশিয়া থেকে বাংলাদেশ অন্য ধরনের জ্বালানিও নিতে পারবে বলে জানান তিনি।

 মোমেন বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। জানিয়েছি, আমরা যুদ্ধ চাই না। দ্রুত সমাধান চাই।

এর আগে সন্ধ্যা ৬টায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। তাকে বহন করা বিমানটি রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। পরে ধানমণ্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। দুপুরে ভারতে জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।