যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের নেতৃত্বে একটি প্রতিনিধিল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান, এরপর সকাল ১০ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআরের একটি রেজিস্টেশন সেন্টারে যান, সকাল সাড়ে ১০ টা নাগাদ ক্যাম্প-২ ডব্লিউতে 'ওমেন লিড কমিউনিটি সেন্টার' পরিদর্শন করে সেখানকার রোহিঙ্গা নারীদের সাথে তিনি কথা বলেন।
সেখান থেকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ইউএনএইচসিআর ও এনজিও ফোরামের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বেলা ১২ টার দিকে তিনি কুতুপালং ক্যাম্প ত্যাগ করে বালুখালীর ক্যাম্প-১১ এর দিকে রওনা দেন।ক্যাম্প-১১ এতে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এর ই-ভাউচার আউটলেট পরিদর্শন করবেন তিনি, সেখানে রোহিঙ্গাদের রেশন খরচ কমানোর কারণে কি কি প্রভাব পড়ছে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে বলে জানা গেছে।
এরপর ক্যাম্প-১১ এর বিভিন্ন লার্নিং সেন্টার, ভিও পয়েন্টসহ বেশ কয়েকটি এনজিওর কার্যক্রম পরিদর্শন করে তিনি বিকেল ৩ টা নাগাদ ক্যাম্প ত্যাগ করার কথা রয়েছে।
বিকেল ৪ টার পর তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ের কথা রয়েছে।
এরপর সন্ধা ৬ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।