বান্দরবানের লামা উপজেলায় গত ২৪শে ফেব্রুয়ারী ২নং ফাসিয়াঁখালি ইউনিয়নে লাথুই পাড়ার বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা এক নারী(৩০) ধর্ষণের ঘটনায় সচেতন ছাত্র সমাজ এবং উইমেন একটিভিস্ট ফোরামের ব্যানারে ধর্ষক মোঃ কায়সার এর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১লা মার্চ বুধবার সকালে কর্মসূচি পালনকারীরা মিছিল সহকারে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্ছের সামনে এসে জড়ো হয়,পরে মুক্তমঞ্ছের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও এখনো গ্রেফতার করেনি পুলিশ।
আগামী ৭ দিনের মধ্যে ধর্ষককে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলে হুশিয়ারি দেন সচেতন ছাত্র সমাজ।
এতে বক্তব্য রাখেন মারমা ষ্টুডেন্ট কাউন্সিল সভাপতি উহ্লাচিং মারমা, খুমি ষ্টুডেন্ট এসোসিয়েশন হিরো খুমী,ওমেন্স এক্টিভ ফোরামে পাউসিং ম্রো, ম্রো ষ্টুডেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তনয়া ম্রো, তংচঙ্গ্যা ষ্টুডেন্ট ওয়ালফেয়ার সাধারণ সম্পাদক বিটন তংচঙ্গ্যাসহ আরো অনেকে।