ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ ০২:১৫:০০ অপরাহ্ন | জাতীয়

রাজধানীর লালবাগের শহীদনগরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।

 

 

তিনি জানান, শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায় নিয়ন্ত্রণ কক্ষে শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১২টা ৬ মিনিটে। ১২টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আসে আগুন।

 

 

নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, শুরুতে আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও বেশ কয়েকটি ইউনিট। শেষ পর্যন্ত সবমিলিয়ে ১২টি ইউনিট দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করে।

 

শাহজাহান সরদার জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।