শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামে প্রবাসীদের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাদার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহ জাহান এর সার্বিক তত্বাবধানে, জামেয়া হাফিজিয়া দরগাহে শাহ আছদ আলী পীর(রঃ) ষোলঘর এর প্রধান শিক্ষক হাফিজ মোশাহিদ আলী ও খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রথম রাউন্ড প্রতিযোগিতায় সিলেট বিভাগের ও সুনামগঞ্জ জেলার ৪০টি মাদ্রার ১৫০জন ৩টি শ্রেণীতে, হিফজ ইবতেদায়ী, হিফজ মাধ্যমিক, হিফজ তাকমিল ছাত্ররা অংশ গহণ করেন। প্রথম রাউন্ডে মেধা তালিকায় যারা স্থান পাবে তাদেরকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে সংক্ষিপ্ত পরিসরে মজনসমক্ষে প্রত্যেককে প্রশ্ন করা হবে। আর এখান থেকে নির্বাচন করা হবে নির্ধারিত পুরুষ্কার প্রাপ্তদের। দ্বিতীয় রাউন্ডের দিবসটি হবে খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসা সিচনীর বার্ষিক ওয়াজ মাহফিলের দিন। দোয় মাহফিল ও প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দ্বীনি সিনিয়র ফাযিল (মডেল) মাদ্রসার অধ্যক্ষ মোঃ আলী নুর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দ্বীনি সিনিয়র ফাযিল (মডেল) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু তাহির মো. খালেদ, আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ময়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম সুনামগঞ্জী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সয়াভপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, হাফিজ রুহুল আমীন, হাফিজ সামছিল ইসলাম, হাফিজ তাজ উদ্দীন, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ আবু তাহের, হাফিজ তাজ উদ্দীন, জাফিজ কামরুল ইসলাম সহ প্রমূখ। উল্লেখ্য ৩টি শ্রেণীতে, হিফজ ইবতেদায়ী ৩জন, হিফজ মাধ্যমিক বিজয়ী ৩ জন, হিফজ তাকমিল বিজয়ী ৩জন করে ১ম,২য়,৩য় নগদ টাকা পুরুষ্কার প্রদান করা হবে। তবে মেধা তালিকায় স্থান পাওয়া সকলকেই সম্মানজনক বিশেষ পুরুষ্কার দেয়া হবে এবং পুরুষ্কার প্রাপ্ত শিক্ষার্থীর শিক্ষকের জন্য রয়েছে সম্মাননা পুষ্কার।