দুইদিন হয় সাধারণ সম্পাদক হয়েছি। শান্তিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সুসংগঠিত করতে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে নিজেকে উৎসর্গ করবো। ওযার্ড থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত আওয়ামী লীগকে সাজিয়ে তুলতে পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী অচিরেই কাজ শুরু করব।
দৈনিক বায়ান্নের কাছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নবনির্বাচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেইন আওয়ামী লীগকে নিয়ে তাঁর স্বপ্নের কথা জানিয়েছেন।
১৫ নভেম্বর শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন প্রমুখ।
হাসনাত হোসেইন জানাচ্ছিলেন, হাওর পরিবেষ্টিত শান্তিগঞ্জ উপজেলা এক সময় অনেক পিছিযে ছিল। জীবনমান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, উন্নয়নসহ সর্বক্ষেত্রে নাজুক অবস্থা ছিল। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব লাভের পরপরই পরিবর্তন আসতে শুরু করে। এই এলাকায় ব্যাপক উন্নয়ন শুরু হয়। ঘরে ঘরে শিক্ষার আলো, স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার কাজ শুরু হয়। শান্তিগঞ্জ উপজেলার সর্বত্র এখন বিরাজ করছে শান্তি।
তিনি জানান, এক সময় শান্তিগঞ্জ এলাকায় অনেক দুর্বল ছিল আওয়ামী লীগ। সেই দুর্বলতা দূর করতে চিহ্নিত করা হয়। দুর্বলতা চিহ্নিত করে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে শান্তিগঞ্জে আওয়ামী লীগকে শক্তিশালী করা হয়। এই উপজেলাকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তোলার জন্যে কাজ চলছে। এই জন্যে আগামী কিছুদিনের মধ্যে ওয়ার্ড পর্যায় থেকে আওয়ামী লীগকে সাজিয়ে তোলার কাজ শুরু হবে।
হাসনাত হোসেইন বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নিবিড়ভাবে কাজ করে যাবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার সাথে থাকতে হবে, আওয়ামী লীগের সাথে থাকতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণ শেখ হাসিনার সাথেই থাকবে।