সিলেটের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র নেতৃবৃন্দ।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সুনাম ও ঐতিহ্য রয়েছে। এই প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে বর্তমান সংকট নিরসন অতীব জরুরি। সৃষ্ট সমস্যা সমাধানে ও আন্দোলনকারী এবং অনশনকারীদের জীবন ঝুঁকি এড়াতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের কাছে অনুরোধ জানান।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে বলেন, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সম্পর্কের অবনতি শিক্ষা ব্যবস্থায় চরম সংকটের তৈরি করেছে। এই অবস্থা থেকে পরিত্রানে নেতৃবৃন্দ দ্রুত উদ্ভুত পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।