শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রেস ক্লাবের সাথে শাবি শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ই এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফরহাদ হাওলাদার, যুগ্ম সম্পাদক ড. আহসান হাবীব এবং সদস্য ড. মির্জা নাজমুল হাসান, মোস্তফা কামাল, সেকেন্দার আলী।
মতবিনিময় সভায় তারা জানান, শাবি শিক্ষক সমিতি-২০২২ সকল শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে একমাত্র শিক্ষক সংগঠনটি পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ। দলমত নির্বিশেষে শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতি বদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য স্থায়ী আধুনিক ডে-কেয়ার সেন্টার ও মিনি শিশু পার্ক নির্মাণে বলিষ্ট ভূমিকা রাখা। শিক্ষকদের আপগ্রেডশন প্রমোশন নিয়মিত সম্পন্ন হওয়ার ব্যাপারে সর্বোত সোচ্চার থাকা। শিক্ষকদের জন্য ভবন ভিত্তিক শিক্ষক লাউঞ্জ তৈরির, গবেষণা কার্যক্রম জোরদার করে প্রণোদনার ব্যবস্থা, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিষয়ে ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা ও শিক্ষকদের পরিবারের সদস্যদেরকে ইন্সুেরেন্সের আওতায় আনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। স্টেডিয়াম উন্নতিকরণ, ইন্টারনেট এর গতি বৃদ্ধিকরণ, বিদ্যুৎ বিভ্রাট এড়ানোর জন্য চাহিদা মোতাবেক পাওয়ার প্লান্ট স্থাপন, কেন্দ্রীয় পানি শোধনাগার, গৃহঋণ প্রক্রিয়া সহজীকরণ, শিক্ষকদের পৃথক কোয়ার্টার নিশ্চিতকরণ, মেডিক্যাল সেন্টারে প্যাথোলজিক্যাল টেস্টের ব্যবস্থা নিশ্চিত করা। লেকের সৌন্দর্য বর্ধন, এক কিলোতে ওয়াকওয়ে নির্মাণ কাজ ত্বরান্বিতকরণ, মহিলা শিক্ষকদের জন্য প্রতি ফ্লোরে আলাদা ওয়াশরুম নির্মান এবং নামাজের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষকদের চাহিদার পরিপ্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে জোর পদক্ষেপ গ্রহণ।
তারা আরো জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ছদরুদ্দিন আহমদ চৌধুরী এবং অধ্যাপক হাবিবুর রহমানকে স্মরণীয় করে রাখতে তাঁদের নামে স্থাপনার নামকরণ নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারী-শিক্ষকদের পদায়নের অগ্রাধিকার নিশ্চিতকরণ ও প্রতিটি শিক্ষা ভবনে ন্যূনতম একজন নারী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা। শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুসৃত নীতিমালা অনুসরণের ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।