ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শাবি বন্ধের কোনো পরিকল্পনা নেই: উপাচার্য

শাবি প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ০৪:৩১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ১১ শতাংশের উপরে চলে গেছে সংক্রমণের হার। এই পরিস্থিতিতে এখনই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বন্ধের ‘কোনো পরিকল্পনা নেই’ বলে জানিয়েছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্য বলছেন, কোনো শিক্ষার্থী টিকা না নিলে ক্লাস করতে পারবে না।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে অধ্যাপক ফরিদ বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, সামগ্রকি অবস্থা কোন দিকে যাচ্ছে। এরপরে সিন্ডিকেট সভা এবং একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধের কোনো পরিকল্পনা নেই। এর মাঝে সরকারের কোনো সিদ্ধান্ত এলে তা যথাযথভাবে মানা হবে।’

শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমি দেখেছি অনেকেই মাস্ক পরেন না। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।’

এখনই শাবি বন্ধ ঘোষণা না করলেও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারছেন উপাচার্য। আর সেজন্যই তিনি বলছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ হতে পারে। এজন্য আমি বিভাগীয় প্রধানদের অনুরোধ করে বলেছি, আমাদের ল্যাব এবং প্রজেক্টগুলো আগে দ্রুত শেষ করার উদ্যোগ নিতে হবে। যেন শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ হলে আমরা অনলাইলে চলমান সেমিস্টার শেষ করতে পারি। এছাড়া বিভাগীয় প্রধানদের জানানো হয়েছে যেন বিগত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হয়।’

শাবি উপাচার্য বলেন, ‘যারা এখনো টিকা নেয়নি তারা যেন যোগাযোগ করে। তাদের দ্রুত টিকার ব্যবস্থা করা হবে। টিকা ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাস করতে পারবে না।’

অবশ্য শাবির দায়িত্বশীলরা বলছেন, ৯৮ শতাংশ শিক্ষার্থীই দুই ডোজ টিকা নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ‘আমরা জরিপ চালিয়ে দেখেছি ক্যাম্পাসে প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী দুই ডোজের টিকা নিয়েছে। যারা প্রথম দিকে টিকা পায়নি তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ১২ ধাপে মোট ২ হাজার ৩৩৪ জন শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।