তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণিত হয়েছে।
জানা গেছে, সন্ধায় বুটেক্সের আজীজ হলে ছাত্রলীগের এক কর্মীর প্রবেশকে কেন্দ্র করে পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের বাকবিতন্ডা বাধে। এরপর উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা শুরু হয়।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী আসার পর দু’পক্ষের মাঝে অবস্থান নেয় এবং সংঘর্ষ থামানোর চেষ্টা শুরু করে।