![](https://dainikbayanno.com/storage/20250208-203359.jpg)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভাঙ্গা ফ্লোর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার সময় শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
বন্যপ্রাণী সেবার পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গলের নোয়াগাঁও জিলানী লন্ডনী বাসার পাশে মসজিদের নিচের ফ্লোর ভাঙ্গার সময় একটি অজগর সাপ দেখে লোকজন আতঙ্ক হয়ে পড়েন। পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে আমি পরিবেশ কর্মী স্বরাজ দেব ও রাজদীপ দেব দীপকে সাথে নিয়ে প্রায় ৫ ফুট লম্বা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে সাপটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ