ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

সংগ্রামের সংগ্রামী জীবনের পাশে আ.লীগ নেতা মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৪ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহে শিক্ষা উপকরণ সহায়তা ‘ল্যাপটপ’ পেল গরীব মেধাবী ছাত্র সংগ্রাম বিশ্বাস। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার হাতে এইচপি'র ল্যাপটপ তুলে দেওয়া হয়।
 
সংগ্রাম বিশ্বাস রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং ঝিনাইদহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুরারীদহ গ্রামের লালন বিশ্বাসের ছেলে।
 
সংগ্রাম জানান, তিনি অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তারপরও তিনি পড়াশুনায় হাল ছাড়েননি কখনওই। এবছরই তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তিনি মানুষের জন্য কাজ করতে চান। সে কারণেই তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাইদুল করিম মিন্টুর দারস্থ হন। সাইদুল করিম মিন্টু তার পরিবারের দুরবস্থার কথা ও পড়াশুনার ইচ্ছার কথা শুনে সঙ্গে-সঙ্গেই এই ল্যাপটপটি উপহার হিসেবে তার হাতে তুলে দেন। এ এক বিশাল প্রাপ্তি তার জন্য। তার সামনে এগিয়ে যাওয়ার পথ আরো সহজ হবে বলেও তিনি জানান।
 
সংগ্রাম বলেন, ওনার কাছে আমি ও আমার পরিবার চিরঋণী হয়ে রইলাম।
 
এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, এই উপহার খুবই সামান্য। আমি সবসময় চাই মেধাবীরা যেন কখনই ঝরে না পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব মেধাবীদের জন্যই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি মেধাবীদের পাশে সবসময় দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমরা শুধুমাত্র নেত্রীর কথা পালনের চেষ্টা করে যাচ্ছি। সামাজের বৃত্তবানরা যেন এমন ভালো কাজে বেশি-বেশি এগিয়ে আসেন সেই অনুরোধ করেন তিনি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন— জেলা জিপি এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদরের গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম মাসুমসহ অন্যান্যরা।