ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত ১০

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৫:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

সাতক্ষীরা-যশোর সড়কের সার্কিট হাউজ এলাকায় দিগন্ত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এই দুর্ঘটনায় বাসের হেলপার শাহাদাৎ হোসেন নিহত এবং অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল বাসটি। সাতক্ষীরা সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের হেলপার শাহাদাৎ হোসেন ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, আহতদের মধ্যে শ্যামনগর উপজেলার আলমগীর হোসেন, রহুল আমিন, আব্দুর রউফ, আব্দুল্লাহ, চায়না এবং দেবহাটা উপজেলার তপন ঘোষের নাম জানা গেছে। বাকি আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করার চেষ্টা করছে। দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বায়ান্ন/একে