![](https://dainikbayanno.com/storage/kafi-ptk.jpg)
কনন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেছেন, যারা ঘর পুড়িয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে আমি নিজে বিপ্লবী সরকারের ডাক দেব। আগামী সাত দিনের মধ্য জড়িদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই উপদেষ্টা সরকারকে ক্ষমতায় বসাতে রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। ধানমন্ডির-৩২ নাম্বার বাড়ী গুড়িয়ে আগুনে পুড়িয়ে দিয়েছি। অথচ আজ আমার বাড়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। পরিকল্পিত ভাবে চার মাসের শিশু সন্তানসহ পরিবাররের সবাই আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই-আগষ্টে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি। আমি দেশ ও দেশের মানুষের দাবি আদায়ের জন্য কথা বলেছি। সর্বশেষ বুলডোজারের উপরে অবস্থান করে ধানমন্ডি-৩২ নাম্বার বাড়ী ভাঙার ঘোষনা দিয়েছি। হয়তো এটাই আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে। যার ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারী কলাপাড়া উপজেলা টিয়াখালি গ্রামের বাড়ীটি টার্গেট করে স্বৈরাচারী আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দেয়। কোন ধার্যপদার্থ ব্যবহার করে নিমিষেই বাড়ীটি পুড়িয়ে দেয়া হয়েছে। গভীর রাতে দুর্বৃত্তরা আমার মা বাবা, ভাই-ভাবী এবং চার মাসের ভাতিজাকে ঘরের ভেতরে আটকে আগুন ধরিয়ে দেয়। আমি হয়তো ঢাকায় অবস্থান করায় প্রাঁণে বেচে গেছি। বাড়ীর আঙিনায় এখন শুধু কয়লার স্তুপ রয়েছে। আমি সাত দিনের মধ্য এর ক্ষতিপূরন দাবি করছি।
কাফি আরও বলেন, আজ আমি শিকার হয়েছি। আগামীকাল জুলাই-আগস্টে আন্দোলন-সংগ্রামে অংশ নেয়া আমার সহযোদ্ধাদের বাড়ী-ঘর পুড়িয়ে দিতে পারে। এই ভয় থেকে আমি বর্তমান সরকারকে আল্টিমেটাম দিতে চাই যে, জুলাই-আগস্টে অংশ নেয়া আমার মত কোন সহযোদ্ধা যেনো ক্ষতিগ্রস্ত না হয়। এই জীবন বাজি রেখে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তাই এই সরকারকে আমি ও আমার সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ আমি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি। তাঁদের কাছে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছি। আগামী সাত দিনের মধ্য যদি প্রশাসন জড়িতদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তা হলে আমি একাই রাজ পথে লড়াই করে বিল্পবী সরকারের ডাক দেবো।
এদিকে ঘর পোড়ানোর ঘটনায় নুরুজ্জামান কাফি বাদী হয়ে গতকাল বুধবার রাতে (১২ ফেব্রুয়ারি) কলাপাড়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অর্ধ কোটি টাকা ক্ষতিপূরন উল্লেখ করেছেন কাফি।
অপরদিকে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি একটি আবেদন করেছেন তিনি।
ওই আবেদনে জুলাই-আগস্টের আন্দোলনে নিজে অংশ থাকার বিষয়টি দাবি করে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি ও জীবনের নিরাপত্তা চেয়েছেন কাফি।