ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর রক্ষাবাঁধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৭:২৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় শান্তিগঞ্জ উপজেলাধীন হাওর সমূহের বাঁধের মেরামত প্রকল্পের স্পেসিফিকেশন মোতাবেক প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্ত পি.আই.সি সভাপতি ও সদস্য সচিব সমন্বয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ জেলা উপবিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম, শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, সপূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, এসআই আলা উদ্দীন, ওয়ালীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত তালুকদার ঝন্টু,  উপজেলা কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান সহ প্রমুখ। অলোচনা সভা পরবর্তী উপজেলার বিভিন্ন হাওর রক্ষাবাঁধ প্রকল্পের পিআইসি কমিটির সভাপতি সদস্য সচিবগণকে বাঁধের কাজ দ্রুত সময়ের মধ্যে কিভাবে শেষ করা যায় এবং কিভাবে বাঁধের কাজ করতে হবে তা প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পানি বোর্ডের সহকারি প্রকৌশলী (এসও) মাহবুবুর রহমান।