সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে রাঙ্গুনিয়াতে ডক্টর হাছান মাহমুদের উন্নয়নের ফল দিয়েছে জনগন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত চট্টগ্রাম ৭ আসন। যে আসনের অভিভাবক হিসাবে আছে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এমপি। তার নির্বাচনী এলাকা তৃতীয় ধাপের ১৩ টি ও চতুর্থ ধাপে শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন সহ মোট ১৪ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। তৃতীয় ধাপের রাঙ্গুনিয়ার ১৩ টি ইউনিয়ন পরিষদে ৮ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রার্থীরা বিজয় লাভ করে। বাকি ৫ ইউনিয়নে ৩ টিতে নৌকার প্রার্থী জয়লাভ করে। চতুর্থ ধাপে এসে চট্টগ্রাম ৭ আসনের আংশিক শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মোহাম্মদ মোকারম বিপুল ভোটে জয় লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হয়।
নৌকা প্রতীকের জয় জয়কারের ফলে সর্ব মহলে প্রশংসিত হচ্ছে ডক্টর হাছান মাহমুদ এমপি। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে ভাষ্যমতে ডক্টর হাছান মাহমুদের উন্নয়নের যে বিপ্লব শুরু করেছে ২০০৮ সাল থেকে তার ফল জনগন ভোগ করা শুরু করেছে। তার ধারাবাহিকতায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের এমন বিজয়। আগামীতেও এমন বিজয় সুনিশ্চিত রাখতে উন্নয়ন বিরাজমান রাখতে হবে।
দলে এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সমানতালে দায়িত্ব সাথে কাজ করে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত ডক্টর হাছান মাহমুদ।