হাটহাজারী বিটের লালমতি আলমপুর এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে সংরক্ষিত বনভূমিতে কাটাতারের বেঁড়া দিয়ে ঘেড়া বাউন্ডারীসহ সদ্য নির্মিত ১ টি বড় গরুর খামার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ৫ একর বনভূমি উদ্ধার করে দখলমুক্ত করা হয় ।
সোমবার (৩ জানুয়ারী) দুপুরে এ অভিযান চালানো হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও স্টেশন অফিসার মো: ফজলুল কাদের চৌধুরী বায়ান্নকে বলেন, হাটহাজারী বিটের লালমতি আলমপুর এলাকায় সংরক্ষিত বনভূমিতে কাটাতারের বেঁড়া দিয়ে ১ টি বড় গরুর খামার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং এতে প্রায় ৫ একর বনভূমি উদ্ধার পূর্বক দখলমুক্ত করা হয় ।এ বিষয়ে প্রয়োজনীয় আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বনভূমি উদ্ধারে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ডিপো মহোদয়।