ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

হাটহাজারীতে লোকালয় হতে অজগড় সাপ উদ্ধার করে অবমুক্ত করল বন বিভাগ

হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১১ ডিসেম্বর ২০২১ ০১:৩৩:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
হাটহাজারী রেঞ্জ কতৃক লোকালয় হতে অজগর সাপ উদ্ধার করে  বনে অবমুক্ত করলেন। হাটহাজারী উপজেলার ৪ নং ওয়ার্ডের ইসলামীয়াহাট এলাকার রুস্তম আলি চকিদারের বাড়ী থেকে ০১ (এক)'টি অজগড় সাপ উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য (আনু:) ৭' (ফিট) ওজন প্রায় ০৯ কেজি। ১০/১২/২০২১ খ্রী: বিকাল ০৩:০০ ঘটিকার সময় হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ, বি'ব'ক মহোদয় হতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর নির্দেশনায়  স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও মান্যগন্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অজগর সাপটি হাটহাজারী বন বিটের গহীন বনে অবমুক্ত করা হয় ।।
বি'ব'ক মহোদয় রেঞ্জ কর্মকর্তা সহ একাজের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন সাপ বা যেকোন বন্যপ্রানী লেকালয়ে এসে মানুষের ঘরে ঢুকে গেলে যেন নিকটস্থ বন বিভাগকে অবগত করেন সেব্যাপারে জনগনের মাঝে বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে