ঢাকা, বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

হাসান আরিফের মৃত্যুতে জাতি এক আলোকিত সন্তানকে হারালো: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ০৩:০৮:০০ অপরাহ্ন | রাজনীতি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং দেশের খ্যাতনামা আইনজীবী এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, হাসান আরিফ ছিলেন একজন মেধাবী আইনজীবী ও নীতিবান মানুষ। তিনি সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন। একজন আদর্শবান মানুষ হিসেবেই তিনি সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন আলোকিত সন্তানকে হারালো।

হাসান আরিফ একজন দক্ষ আইনজীবী হিসেবে শুধু পেশাগত জীবনে নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জ্ঞান, বিচক্ষণতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আইন অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যক্তিজীবনে তিনি সাদামাটা জীবনযাপন করতেন এবং সর্বদা নৈতিকতার পথে চলতে মানুষকে অনুপ্রাণিত করতেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত শোকবার্তায় আরও বলা হয়, হাসান আরিফের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার কর্ম এবং অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

মরহুম হাসান আরিফের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আইনজীবী সমাজ, রাজনীতিক, এবং সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সবাই তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার নীতি ও আদর্শ অনুসরণে অঙ্গীকার করেছেন।

মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন, এমনটাই সবার প্রার্থনা।

বায়ান্ন/একে