৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম ভূইয়ার মৃত্যুর খবর শুনে মারা গেলেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। বুধবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্বামীর মৃত্যুর ৪ ঘন্টা পর স্ত্রীর মৃতুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম ভূইয়া বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল ৭টায় ঢাকা(সম্মিলিত সামরিক হাসপাতাল) সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তাদের ১পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূইয়াকে বুধবার বিকাল সাড়ে ৫টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে হাসিনাবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একই সময়ে স্ত্রী আনোয়ারা বেগমের জানাযা নামাযও অনুষ্ঠিত হবে।
তাদের মৃত্যুতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক মধু, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহম আলী, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের আহব্বায়ক এরশাদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।