ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

৭৫০ টন ডিজেল নিয়ে তিউনিসিয়া উপকূলে জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শনিবার ১৬ এপ্রিল ২০২২ ০৬:৪১:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

 

 

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে গ্যাবস উপসাগরে ৭৫০ টন ডিজেল নিয়ে ডুবে গেছে গিনি পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটি মিসর থেকে ইউরোপের মাল্টার দিকে যাচ্ছিল। শনিবার এ খবর জানিয়েছে আল জাজিরা।

 

কর্তৃপক্ষ মোহাম্মদ ক্যারি জানিয়েছেন, জাহাজটি সকালে তিউনিসিয়ার জলসীমায় ডুবে যায়। তবে এখনও পর্যন্ত লিকেজের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই দুর্যোগ প্রতিরোধ কমিটি পরবর্তী পদক্ষেপ নিতে বৈঠকে বসছে বলে জানান তিনি।

 

 

এর আগে তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, জাহাজটি ঝুঁকির মধ্যে পড়েছিল। দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় বাণিজ্যিক জাহাজ ‘জেলো’ তিউনিসিয়ার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছিল। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যেতে পারে। 

 

 

মিসরের ডেমিয়েতা থেকে ছেড়ে আসা গিনি পতাকাবাহী জাহাজটি মাল্টার উদ্দেশে যাত্রা করছিল। জাহাজ থেকে সাতজন ক্রুকে জীবিত উদ্ধার করা গেছে। তবে যেকোনও মুহূর্তে ডিজেল সাগরে ছড়িয়ে পড়ায় প্রাকৃতিক বিপর্যয়ের চরম ঝুঁকি রয়েছে। সংকট কাটিয়ে উঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।