ঢাকা, শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

অক্টোবরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ১২ দশমিক ৬৬ শতাংশ, দূর্বিসহ জনজীবন

এম এম লিংকন | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ০৬:১১:০০ অপরাহ্ন | জাতীয়
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে সরকার লাগাম টানতে না পারায় মানুষের দুর্ভোগ কমছেই না। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও অক্টোবরে তা আবার বেড়েছে। অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। যা সেপ্টেম্বরে ১০ দশমিক ৪০ শতাংশ আর গত আগস্টে মাসে ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।

অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ আর তার আগের মাস আগস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ। এতে দেখা যায়, বছরের ব্যবধানে ১০০ টাকার খাদ্যপণ্যে ১২ টাকা ৬৬ পয়সা বাড়তি খরচ করতে হয়েছে ভোক্তাদের। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি নিয়ে অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্যে দেখা গেছে, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। গত সেপ্টেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

তবে বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হার হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ, গত মাসে যা ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। অক্টোবরে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা কমেছে। মাসটিতে এ খাতে মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ।

কোটা বিরোধী আন্দোলন চলাকালে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে ১৪ দশমিক ১০ শতাংশে উঠেছিল। দেশের ইতিহাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির এ হার অতীতে আর দেখা যায়নি।

বায়ান্ন/এমএমএল/এসবি/একে