ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

আইনজীবীকে থানায় আটকে নির্যাতন ২ ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৭ অগাস্ট ২০২৪ ০৭:১৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনিসহ ৭ পুলিশকে আসামি করে আদালতে মামলা করেছে এক আইনজীবী। বুধবার আইনজীবী মিনারুল ইসলাম মিনার (৩৫) বাদী হয়ে জেলা ও দায়রা জজ ফজলে এলাহীর আদালতে মামলাটি দায়ের করেন। আদালত আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করে। মামলার অপর আসামিরা হলেন- সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান, উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া, মো. কামাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তালেব, কনস্টেবল মো. রাসেল ও থানার মুন্সি রুবেল বড়ুয়া। মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ১৯শে ফেব্রুয়ারি ৭ বছর বয়সী এক শিশুকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে মিনারুল ইসলাম মিনার আদালতে শিশুটির জামিন আবেদন ও মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এ সময় শিশুকে আসামি করায় আদালত সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনিকে সশরীরে হাজির করে তিরস্কার করেন। মিনার মামলা পরিচালনা করায় ওসি তার ওপর প্রতিহিংসা লালন করেন এবং বিপদে ফেলে অপমানের চেষ্টা করেন। এজাহারে আরও বলা হয়েছে, গত ১৯শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে করা এক মামলায় মিনারের মামা আবদুল করিম মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিনার তার মামাকে দেখতে থানায় গেলে তাকে আটক করে শারীরিক নির্যাতন চালায় পুলিশ।