পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে চট্টগ্রামের আনোয়ারার ১০ ইউপিতে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গতকাল (০৫ ডিসেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তাদের নাম চূড়ান্ত হয়।
সোমবার (৬ডিসেম্বর ) রাত সাড়ে ১২টায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন পেল ৪ নতুন মুখ।
উপজেলার ১০ টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ১নং বৈরাগ ইউনিয়ন নোয়াব আলী , ২ নং বারশত ইউনিয়ন মোহাম্মদ আবদুল কাইয়ুম শাহ ,৩ নং রায়পুর ইউনিয়নে জানে আলম,৪নং বটতলী ইউনিয়নে এম এ মান্নান চৌধুরী, ৫ নং বরুমচড়া ইউনিয়নে মো: শামসুল ইসলাম চৌধুরী, ৬ নং বারখাইন ইউনিয়নে মোঃ হাসনাইন জলিল চৌধুরী, ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন অসীম কুমার দেব, ৮নং চাতরী ইউনিয়নে মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী ,৯নং পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী, ১০ নং হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বরএবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।