চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গৃহবধূর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে গৃহবধূকে উদ্ধার করতে আসা আরো দুই যুবক। আহতরা হলেন, শাহিদা আক্তার (৩৫), ইসমাইল (৩৪), ওমর ফারুক টিটু(৩৩)।
বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহবধূ শাহিদা আক্তার বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, চাতরী এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জিসান, মৃত নুরুন্নবীর ছেলে ওবায়েদ উল্লাহ।
অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূ শাহিদা আকতার তার বসত ভিটার উপর একটি মুরগির খামার পরিচালনা করে আসছে। খামার পরিচালায় অভিযুক্ত যুবকরা দীর্ঘদিন ধরে গৃহবধুকে নানা রকম হয়রানি করে আসছে। একপর্যায়ে গৃহবধূর কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা জানালে অভিযুক্ত যুবকরা ক্ষিপ্ত হয়ে গৃহবধূর উপর হামলার চেষ্টা করে। এই সময় গৃহবধূকে উদ্ধার করতে আসলে তার দেবর ইসমাইলসহ আরো দুই যুবক আহত হন।
হামলার বিষয় গৃহবধূ শাহিদা আক্তার বলেন, আমার স্বামী বাইরে থাকে। এই যুবক গুলো স্থানীয় কিছু রাজনৈতিক নেতাদের আশ্রয়ে নানা রকম অপরাধ করে যাচ্ছে। তারা আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়েছে। এছাড়াও খামার করতে গেলে চাঁদাও দাবি করেছে। তাদের মত কাজ না করায় দীর্ঘদিন ধরে আমার খামার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। প্রতিবাদ করায় আমার দেবরসহ আরো এক যুবকের উপর তারা হামলা করেছে। আমি থানায় অভিযোগ করেছি।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, অভিযোগটি আমি এখনো হাতে পায়নি। বিষয়টা দেখে আমি ব্যবস্থা নিব।