ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

আন্দোলনে শহীদদের স্মরণে বৃষ্টি উপেক্ষা করে নাসিরনগরে শহীদি মার্চ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহিদি মার্চ’ কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে নাসিরনগর উপজেলায় শহীদি মার্চ কর্মসূচি পালিত। 

 

০৫ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাসিরনগর ব্যানারে  নাসিরনগর সরকারি কলেজ থেকে মিছিল শুরু করে ইমরান চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি করেন শিক্ষার্থীরা।

 

মিছিলে শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ শহীদি মার্চ সফল হউক সফল হউক’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘শহিদদের রক্ত, বৃথা যেতে দিবো না’—সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এতে নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন।

 

শিক্ষার্থীরা জানিয়েছেন, চব্বিশের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়ে সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব না। তাদের এই আদর্শ ছাত্র-জনতাকে নতুন এক উদ্যম জাগিয়েছে। আমরা সকল সংগ্রামী আত্মার মাগরিফাত কামনা করি এবং শহিদদের আদর্শকে চিরস্মরণীয় রাখতে চাই।

 

বিক্ষোভ মিছিল শেষে আলোচনায় জনি, আদনান আবির, রাব্বি, তন্ময় আহমেদ, পলক, সাগর বক্তব্য রাখেন।